পাকিস্তানের হুঙ্কার পাল্টে গেল ভারতকে আলোচনায় বসার আবেদনে
কলকাতা টাইমস :
লঙ্ঘন করায় ভারতের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত দাবি করার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এতে আবারও সবকিছু শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য ভারতকে আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি।
বক্তব্যের শুরুতে ইমরান খানবলেন, গতকাল মঙ্গলবার সকালের (ভোরে পাকিস্তানে ঢুকে হামলা করে ভারতের বিমান বাহিনী) পর দেশবাসীর আত্মবিশ্বস বাড়াতে চেয়েছিলাম।
“পুলওয়ামাতে ওই ঘটনার পর আমরা (পাকিস্তান) ভারতকে শান্তির প্রস্তাব দিয়েছিলাম। আমি ওই সব পরিবারের (যারা পুলওয়ামার পরিবারের সদস্যদের হারিয়েছে) যন্ত্রণা বুঝতে পারি। আমি হাসপাতাল পরিদর্শন করেছি এবং সহিংসতার শিকার মানুষের বেদনা দেখেছি।”
ইমরান খান আরও বলেন, “আমরা ভারতকে প্রস্তাব দিয়েছিলাম যে, আমরা ওই ঘটনার তদন্ত করব। আমরা সহযোগিতা করতে চেয়েছিলাম এবং তা করার জন্য প্রস্তুতও ছিলাম। আমি ভীত ছিলাম যে, ভারত এখনও ব্যবস্থা নেবে তাই। যদিও আমি ভারতকে আগ্রাসনের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলাম।”
সবশেষে আবারও সবকিছু শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য ভারতকে আলোচনার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।