হেরে গিয়েও ব্যাপক খুশি পানামা!
কলকাতা টাইমসঃ
এবারের রাশিয়া বিশ্বকাপে নবাগত দেশ হিসেবে অংশগ্রহণ করেছে আইসল্যান্ড ও পানামা। আইসল্যান্ড তাদের শক্তির প্রমাণ দিলেও পানামা তেমন কিছু মেলে ধরতে পারেনি। বরং এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে দলটি।
বিশাল ব্যবধানে পরাজয়ের পরেও আলোচনার কেন্দ্রে পানামা। ইংল্যান্ডের কাছে পরাজয়ের পরও গ্যালারিতে তাদের দর্শকদের উল্লাসিত চেহারাগুলোই ভেসে উঠছিল। শুধু দর্শকই নয় এমনকি ক্যামেরাতে ধরা পড়ে যে পানামা দলের কোচও দলের হরে বেশ খুশি।
এই খুশির কারণ হলো, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ৭৮ মিনিটে পানামার হয়ে প্রথম গোলটি করেন ফিলিপে ব্যালয়। আর এই গোলের সঙ্গে সঙ্গে পানামার ফুটবল ইতিহাসে বিশ্বকাপের মতো মহাযজ্ঞে প্রথম গোলদাতা হিসেবে নিজের নাম লেখান। এই গোলের পরই পুরো স্টেডিয়ামজুড়ে উল্লাসে ফেটে পড়ে পানামার সমর্থকরা। উল্লেখ্য, ব্যালয় হলেন বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের চতুর্থ সর্বজ্যেষ্ঠ গোলস্কোরার। এদিন তার বয়স হয় ৩৭ বছর ১২০ দিন।