প্যান্ডোরা পেপারস কাণ্ড: ৭০০ পাকিস্তানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ
কলকাতা টাইমসঃ
প্যান্ডোরা পেপারস কাণ্ডে ৭০০ জন পাকিস্তানির নাম রয়েছে। ইমরান খানের মন্ত্রিসভার দুই দুই মন্ত্রীও রয়েছেন সেই তালিকায়। তারা হলেন পাক অর্থমন্ত্রী শওকত তারিন এবং জলসম্পদ উন্নয়ন মন্ত্রী চৌধুরী মুনিস ইলাহী। তালিকায় সরকারি ও বিরোধী দলের রাজনীতিবিদ, ব্যবসায়ী, মিডিয়া টাইফুন সহ সামরিক কর্তারাও রয়েছে।
বিড়ম্বনার মুখে পড়ে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন ইমরান খান। বিশ্বের অন্য দেশগুলোকেও এই বিষয়টিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। পাক সরকারের বক্তব্য অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। জানা যাচ্ছে, ইমরান খানের দল পিটিআইয়ের কিছু নেতারও নাম রয়েছে এই তালিকায়।