দ্বিতীয় বারের জন্য করোনা ভাইরাসে আক্রান্ত পাওলো দিবালা এবং তার বান্ধবী !
কলকাতা টাইমসঃ
দ্বিতীয় বারের জন্য করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা এবং তার বান্ধবী। কিছুদিন আগেই জুভেন্টাসের তারকা ফুটবলারের করোনায় আক্রান্তের খবর চাঞ্চল্য ছড়িয়েছিলো ফুটবল বিশ্বে। মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সুস্থ হয়ে উঠেছিলেন দিবালা।
জানা যাচ্ছে, সুস্থ হয়ে ওঠার মাত্র তিন দিনের মাথায় দিবালা ও তার বান্ধবী আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২১ মার্চ তারা করোনায় আক্রান্ত হন। বেশ কিছুদিন আইসোলেশনে থাকার পর দিবালা নিজেই জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ।