November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এখানে মেয়েদের কবরে তালা দিতে বাধ্য হচ্ছেন বাবা-মায়েরা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

নারী নির্যাতনের পৈশাচিক রূপ দেখছে পাকিস্তান (Pakistan), বলছেন সে দেশের সমাজকর্মীরা। সেখানে কবর থেকে মহিলাদের দেহ তুলে ধর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ। এমনকী পরিস্থিতি এতটাই খারাপ যে সন্তানদের মৃতদেহকে ধর্ষকদের হাত থেকে বাঁচাতে লোহার খাঁচা দিয়ে কবর ঘিরে দিচ্ছেন উদ্বিগ্ন বাবা-মায়েরা। সম্প্রতি একের পর এক এমন ঘটনায় চরম অস্বস্তিতে প্রশাসন।

একটি পরিসংখ্যানের দাবি, পাকিস্তানে প্রতি দুই ঘন্টায় একজন নারী ধর্ষিতা হন। তবে কবর থেকে দেহ তুলে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর ওই পরিসংখ্যানকেও সাধারণ মনে হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলির দাবি, এক দশক হল এই ধরনের ঘটনা শুরু হয়েছে। যদিও তা প্রকাশ্যে এসেছে চলতি বছরে। সম্প্রতি মহম্মদ রিজওয়ান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি করাচির এক কবরস্থলের নিরাপত্তরক্ষী। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, কবর থেকে মহিলা, কিশোরী, তরুণীদের দেহ তুলে ধর্ষণ করতেন। ধরা পড়ার পর পুলিশি জেরায় রিজিওয়ান স্বীকার করেন, মোট ৪৮ জন মহিলার দেহ তুলে ধর্ষণ করেছেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা দেশ আঁতকে ওঠে।

এছাড়াও গত বছরের মে মাসে এক কিশোরীকে কবর থেকে তুলে ধর্ষণের ঘটনা ঘটেছিল পাকিস্তানের গুজরাটে। ওই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২১ সালে একই ধরনের ঘটনা ঘটেছিল আরও একটি। এই পরস্থিতিতে মেয়ে বা মহিলাদের কবর দিয়েও শান্তি পাচ্ছেন না পরিবারের লোকেরা। বাধ্য হয়ে লোহার খাঁচা দিয়ে কবর ঘিরে দিচ্ছেন তাঁরা, যাতে করে পৈশাচিক ধর্ষকদের হাত থেকে রক্ষা মেলে।

এদিকে কবর থেকে মৃতদেহ তুলে ধর্ষণের ঘটনায় উত্তাল টুইটার, ফেসবুকের মতো সমাজমাধ্যমগুলি। পাকিস্তানের এক সমাজকর্মী হ্যারিস সুলতান। তিনি টুইট করেন, “পাকিস্তান এমন এক যৌনহতাশ সমাজ যে মেয়েদের কবরে তালা দিতে বাধ্য হচ্ছেন বাবা-মায়েরা।”

Related Posts

Leave a Reply