দুর্ঘটনার পর পারভেজ আরসালানের দুবাই পালানোর ছক ভেস্তে দেয় তার ঘনিষ্ঠরাই
কলকাতা টাইমস :
তার গাড়ির ধাক্কায় দুই বাংলাদেশীর মৃত্যু ও আরেকজনের আহত হওয়ার ঘটনার পরই দুবাই পালতে চেয়েছিল ঘটনায় অভিযুক্ত আরসালান পারভেজ। যদিও তার পরিবার তাকে আত্মসমর্পণ করতে রাজি করায়। তার পরিবারের সদস্যদের একাংশ দাবি করেছেন, আরসালান দুবাই গিয়ে তাদের চেইনের ব্যবসা দেখাশোনা করতে চেয়েছিল। তবে পরিবারের সিনিয়ররা একত্রিত হয়ে তাকে বোঝায় যে, আইন থেকে দূরে পালানো চেষ্টা বৃথা ।
‘আরসালান অনিচ্ছুক ছিলেন, তবে আমরা আইনকে সম্মান করতে চেয়েছিলাম। তিনি চিন্তিত ছিলেন এবং তিনি ব্রিটেনে উচ্চতর পড়াশোনা করতে পারবে কি না সেটা পুলিশ থেকে বারবার জানতে চেয়েছিলেন।’ জানান আরসালানের এক পারিবারিক সূত্র।
প্রসঙ্গত কলকাতার নামকরা চেইন ব্যবসা আরসালান পরিবারের ছেলে পারভেজ আরসালান মদ্যপ অবস্থায় গভীর রাতে জাগুয়ার গাড়ি মার্সিডিজ ই -২২০ ডি-কে ধাক্কা মারে। তাতে তিন বাংলাদেশি নাগরিক আঘাত পান, যার মধ্যে দুজন মারা যান। আরসালানকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দশ বছরের সাজা হতে পারে।