মাঝ আকাশেই ঘুমিয়ে পড়লেন যাত্রীবাহী বিমানের পাইলট !
কলকাতা টাইমসঃ
বাস-ট্রাক কিংবা প্রাইভেটকারে চালকের ঘুমিয়ে পড়ার কথা আমরাকখনো সখনো শুনে থাকি। এর ফলে অনেক সময় দুর্ঘটনাও ঘটে। কিন্তু এবার জানা গেল বিমানের পাইলটের ঘুমিয়ে পড়ার কথা। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়।
সেদেশের একটি চার্টার্ড ফ্লাইটের পাইলট ঘুমিয়ে পড়ার কারণে যাত্রীবাহী বিমানটিকে গন্তব্য থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবতরণ করতে হয়েছে বলে অভিযোগ। সোমবার ‘দি অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) -কে উদ্ধৃত করে একথা জানিয়েছে ইংল্যান্ডের এক সংবাদমাধ্যম। এটিএসবি’র পক্ষ থেকে বলা হয়েছে, গত ৮ নভেম্বরের একটি ফ্লাইট নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারার ঘটনা নিয়ে তদন্ত শুরু করে তারা। ফ্লাইট ট্র্যাকিং তথ্যানুসারে, ঘটনার দিন সকাল ৬ টা ২১ মিনিটে গন্তব্য থেকে ৪৬ কিলোমিটার দূরবর্তী কিং আইল্যান্ড এয়ারপোর্টে নিরাপদে অবতরণ করে বিমানটি।
এক বিবৃতিতে এটিএসবি জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি চালানোর সময় ওই পাইলট যুগল ঘুমিয়ে পড়ার কারণেই বিমানটি গন্তব্য থেকে ৪৬ কিলোমিটার দূরে চলে যায়। তদন্ত শেষে আগামী বছরের মার্চে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে এটিএসবি।