মাঝ আকাশে যাত্রীর বুকে ব্যাথা, জরুরি অবতরণ করলো ইন্ডিগোর ফ্লাইট
কলকাতা টাইমসঃ
বিমানের ভিতরে ৫২ বছর বয়সী এক যাত্রী হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় জরুরি অবতরণ করলো এয়ার ইন্ডিগোর একটি বিমান। ফ্লাইটটি পুনে থেকে দিল্লি যাওয়ার কথা থাকলেও বিমানটি ইন্দোর এয়ারপোর্টে অবতরণ করতে বাধ্য হয়। বিমানের ওই যাত্রী হঠাৎ অসুস্থতার কথা জানালে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।
ইন্দোরের দেবী আহিল্যাবতী হলকার এয়ারপোর্টের ডিরেক্টর আরায়মা স্যানাল জানান,মাঝ আকাশে ইন্ডিগোর ফ্লাইট (৬ই৭৬৯) -এর ওই যাত্রী হৃদরোগে আক্রান্ত হলে সকাল সাড়ে ৯ টা নাগাদ সেটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এদিকে, অবতরণের পর অসুস্থ যাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেও জানান আরায়মা।