ভারতকে ৪০ লক্ষ টাকার অক্সিজেন অনুদান প্যাট কামিন্সের
কলকাতা টাইমসঃ
করোনা সংকটকালে ভারতকে প্রায় ৪০ লক্ষ টাকা অনুদান হিসেবে দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা প্যাট কামিন্স। প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্সের হয়ে বর্তমানে আইপিএল খেলতে ব্যস্ত রয়েছে কামিন্স। প্রসঙ্গত বিশ্বের সর্বাধিক জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্ট চালু হওয়ার পর থেকেই ভারতে আছড়ে পরে করোনার দ্বিতীয় ঢেউ। দ্রুত হারে দেশে বাড়তে থাকে অক্সিজেনের চাহিদা। যা সামাল দিতে নাস্তানাবুদ হতে হয় দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতাল গুলিকে।
এই ঘটনা নাড়িয়ে দেয় অজি তারকাকে। তৎক্ষণাৎ তিনি নরেন্দ্র মোদির ‘পিএম কেয়ার্স ফান্ড’-এ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেন। মূলত অক্সিজেন সংকটের মোকাবেলার জন্যই এই অর্থ দান করেন তিনি। এমনকি সতীর্থদের কাছেও তিনি আবেদন রেখেছেন এই কঠিন সময়ে এগিয়ে আসার জন্য। এক বিবৃতিতে কামিন্স বলেছেন, ‘ভারতে অনেকদিন ধরে খেলতে আসছি। এই দেশটাকে ভালবেসে ফেলেছি। এই পরিস্থিতিতে ক্রিকেটার হিসেবে আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে।’