তিন দশকের পর এই প্রথম, কাশ্মীর কাঁপাল ‘পাঠান’
কলকাতা টাইমস :
‘পাঠান’-এ মজেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। টিকিটের চাহিদা মেটাতে ভোর থেকে শুরু হয়েছে শো, চলছে গভীর রাত অবধি। দেশজুড়ে একটার পর একটা হাউসফুল শো, টিকিটের হাহাকারের মধ্যেই এবার ‘পাঠান’-এর সৌজন্যে ৩২ বছর পর হাউসফুল বোর্ড ফিরল কাশ্মীর উপত্যকার কোনও সিনেমাহলে।
৩২ বছর! বলতে কম সময় লাগলেও গুনলে বোঝা যায় এর ব্যাপ্তি বিশাল। এই ৩২ বছরে পাল্টে গিয়েছে দেশের রাজনীতি, পরিস্থিতি, সংস্কৃতি সবকিছু। এই সময়কালেই বলিউডে উত্থান হয়েছে শাহরুখ খানের এবং সেখান থেকে তিনি পেয়েছেন ‘কিং অফ বলিউড’ তকমা, যা আজও অক্ষত। অবশেষে তিনিই সেই কাশ্মীরে ফিরিয়ে আনলেন হাউসফুল বোর্ড।
২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিন শ্রীনগর শিবপুরার আইনক্সে হাউসফুল হয় ‘পাঠান’-এর শো। ছুটির মেজাজে থাকা শ্রীনগরবাসী দলে দলে ভিড় জমিয়েছিল সিনেমাহলে। বৃহস্পতিবার রাতে টুইট করে সেকথা জানায় খোদ আইনক্স কর্তৃপক্ষ। লেখা হয়, “আজ ‘পাঠান’-এর উন্মাদনার সাক্ষী হতে দীর্ঘ ৩২ বছর পর কাশ্মীর উপত্যকায় খুবই গুরুত্বপূর্ণ ‘হাউসফুল’ বোর্ড ফিরে এল। এর জন্য আমরা কিং খানের কাছে কৃতজ্ঞ! ধন্যবাদ শাহরুখ খান।”