হৃদয়স্পর্শী !
কলকাতা টাইমসঃ
হৃদয়স্পর্শী ঘটনা। দিল্লিতে করোনা ভাইরাসে মৃত এক মহিলাকে কবর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মুখোশ এবং গ্লোভস পরা চারজন হলুদ রঙের প্লাস্টিকে মোড়া একটি দেহ দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে এলো। কাছেই মাটি খোঁড়ায় ব্যস্ত একটি আর্থ মুভার।
৫২ বছর বয়সী ওই মহিলার সঙ্গী বলতে চারজন আত্মীয়। ইমাম ৪০ সেকেন্ডের মধ্যে জানাজা শেষ করেন। আত্মীয়রা ছিটিয়ে দেয় গোলাপ জল। এরপর আর্থ মুভার মাটি ফেলে বুজিয়ে দেয় কবর স্থান। গোটা ঘটনাটি ক্যামেরা বন্দি করে সংবাদ সংস্থা ‘এপি’। প্রসঙ্গত, ভারতে এখনও পর্যন্ত করোনয় আক্রান্তের সংখ্যা ১৩,৩৩৭ জন। মৃত্যু হয়েছে ৪৩৭ জন মানুষের।