টয়লেটের জলেই ৩০ বছর রোগী সেবা !
[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :
একদিন দুদিন নয়, টানা ৩০ বছর ধরে টয়লেটের জল পান করা! অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি ঘটেছে জাপানের বিখ্যাত ওসাকা বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে। গত ২০ অক্টোবর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। এরপর ঘটনা জানাজানি হলে স্থানীয় এক গণমাধ্যম ইয়োমিউরি শিম্বুনের প্রতিবেদনে উঠে আসে বিষয়টি।
জাপানের সুইতায় ওই মেডিকেল কলেজ হাসপাতালটি অবস্থিত। জানা গেছে, দীর্ঘদিন ধরে বাথরুমের টয়লেটের সঙ্গে ভুলবশত জলের লাইনের সংযোগ ঘটে যায়। হাসপাতালের স্টাফ, রোগীরা সেই জল খেয়েছেন, হাত ধুয়েছেন, এমনকি তাদের অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করেছেন গত ৩০ বছর ধরে। সম্প্রতি হাসপাতালটির নতুন একটি ভবন পরিদর্শনে গিয়ে বিষয়টি ধরা পড়ে।
১৯৯৩ সালে হাসপাতালটি চালু করা হয়। এটির মেডিকেল বিভাগের প্রায় ১২০টি পানির ট্যাপে ভুল পাইপের সংযোগ ছিল। ধারণা করা হচ্ছে তখনই হয়তো ভুল হয়েছে। ফলে এ দুর্ঘটনা ঘটে। নতুন করে ওয়াটার প্ল্যান্ট তৈরি না হওয়ার পর্যন্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সেটি আমলে নেয়নি। তবে তাৎক্ষণিকভাবে পাইপ বদলে ফেলা হয়েছে।