November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

এবার পোগবাও, রোনাল্ডোর পথেই স্পনসরের বোতল সরালেন

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

কোকোকোলার বদলে জল পানের পক্ষে সওয়াল করেছিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সাংবাদিক সম্মেলনে তাই টেবিলে রাখা কোকোকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন পর্তুগালের অধিনায়ক। এ জন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখেও পড়ে ইউরোর স্পনসর কোকোকোলা। এবার রোনাল্ডোকে অনুসরণ করেই আরেকটি স্পনসরের বোতল সরালেন ফ্রান্সের তারকা পল পোগবা।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলা ফ্রান্সের তারকা মিডফিল্ডার পোগবা ধর্মপ্রাণ মুসলিম। সে কারণেই তিনি বিয়ারের বোতল সরিয়ে রেখে বার্তা দিতে চাইলেন। আর সেটা হল রোনাল্ডোর কোকাকোলা বোতল সরানোর একদিন পরেই।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ইউরো কাপ অভিযান শুরু করেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। পর্তুগালের সঙ্গেই গ্রুপ অব ডেথে জার্মনির সঙ্গে রয়েছে ফ্রান্স। জার্মানিকে হারানোর পর রীতি মেনে সাংবাদিক সম্মেলনে পাঠানো হয়েছিল ম্যাচের সেরা পল পোগবাকে। চেয়ারে বসেই তিনি সরিয়ে দেন ইউরোর স্পনসর হিনেকেনের বিয়ারের বোতল। ইতিহাসের দোরগড়ায় আমেরিকা, কমলার জয়েই আধুনিক পরিবারের নয়া নির্দশন দেখছে গোটা বিশ্ব।

জার্মানির বিরুদ্ধে মাঝমাঠে দুরন্ত ফুটবল উপহার দেন পোগবা। আন্তোনিও গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, করিম বেঞ্জেমাদের দারুণভাবে বল সাপ্লাই দিচ্ছিলেন তিনি। সাংবাদিক সম্মেলনে বিয়ারের বোতল সরালেও অবশ্য জল ও কোকোকোলার বোতল সরাননি পোগবা।

Related Posts

Leave a Reply