স্ত্রীকে চিঠি লেখার সাজা তাও ৫০ মিনিটের কারাদণ্ডে
মাত্র ৫০ মিনিটের জন্য জেল। এটাই বোধয় ব্রিটেনের সবচেয়ে কম সময়ের কারাদণ্ড। কারাদণ্ডের কারণটাও বেশ মজার। ৫০ মিনিটের কারাদণ্ড পাওয়া বছর ২৩-এর ওই যুবকের নাম শেন জেনকিন্স।
ব্রিটেনের সমাসেটের পর্টিসহেডে থাকেন শেনের প্রাক্তন স্ত্রী। সম্প্রতি প্রাক্তন স্ত্রীয়ের বাড়িতে গিয়ে ঝাঁটা দিয়ে জানালা ভাঙেন তিনি। তারপর পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান।
আদালতে অভিযোগকারীর আইনজীবী কেনেথ বেল বলেছেন, প্রাক্তন স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ইট দিয়ে জানালা ভেঙে দেয়ার হুমকি দিয়েছিলেন শেন। পরে ঝাঁটা দিয়ে ভাঙচুর চালান তিনি। এর উত্তরে অভিযুক্ত লেনের আইনজীবী জানান, মদ্যপ অবস্থায় এই কাজ করে ফেলেছিলেন শেন। সে তার ব্যবহারের জন্য লজ্জিত। তাই তাকে সুযোগ দিলে সে ক্ষমা চেয়ে নেবে স্ত্রীয়ের কাছে। এর পরই বিচারপতি শেনকে ৫০ মিনিট জেল খাটার সাজা ঘোষণা করেন। আর জেলে বসেই প্রাক্তন স্ত্রীয়ের জন্য ক্ষমা চেয়ে চিঠি লেখার নির্দেশ দেন।