‘অশুভ’ অগ্রাহ্য করেই বাইডেনকে জয়ী বলবেন পেন্স
কলকাতা টাইমস :
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ওপর দায়িত্ব অর্পিত হয়েছে ইলেক্টরাল কলেজ ভোট গণনার পর তিনি নবনির্বাচিত জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করবেন। বাইডেনের জয়কে আনুষ্ঠানিকভাবে সার্টিফাই করবেন।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, বাইডেনকে জয়ী ঘোষণা করলে তা পেন্সের জন্য রাজনৈতিকভাবে শুভ কিছু বয়ে আনবে না।
ট্রাম্পে বারংবার হুমকি সত্ত্বেও স্থানীয় সময় মঙ্গলবার পেন্স ভদ্রভাবে ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন, তিনি বাইডেনের জয় ঠেকাতে পারবেন না। সে ক্ষমতাও তার হাতে নেই।২০২০ সালের ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচন করে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান ট্রাম্প। তবে এখনো তিনি তা মেনে নেননি। তার দাবি, নির্বাচনে কারচুপি হয়েছে।