রেস্তোরায় খেয়ে দাম না মেটানোয় পুলিশের হাতে আটক পেঙ্গুইন যুগল !
কলকাতা টাইমসঃ
‘সুশি বি’ নিউজিল্যান্ডের একটি জনপ্রিয় রেস্তোরাঁ। এখানকার সুস্বাদু সুশি’র বিশেষ খ্যাতি রয়েছে সেদেশে। রেস্তোরায় খাওয়ার পর দাম মিটিয়ে দেওয়াটাই নিয়ম। কিন্তু গত শনিবার এক বিশেষ প্রজাতির পেঙ্গুইন যুগলে হানা দেয় সেই রেস্টুরেন্টে। টেবিলে সাজিয়ে রাখা ‘সুশি’ চেটেপুটে সবার করে দেয় তারা। এরপর দাম না মিটিয়েই গুটিগুটি পায়ে পালানোর চেষ্টা করতেই বাইরে পাহারারত পুলিশের হাতে ক্যাচ কট কট।
গত শনিবার রাতের এই ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এরপরই খবর যায় পেঙ্গুইন সংরক্ষণ দফতরে। সেখানকার কর্মীরা পেঙ্গুইন যুগলকে সমুদ্রতটে নিয়ে গিয়ে ছেড়ে দেন। ‘করোরা’ নামের এই প্রজাতির পেঙ্গুইনের আধিক্য মূলত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। ওয়েলিংটন হারবারে এরাই পর্যটকদের মূল আকর্ষণ।