দেশের মানুষই প্রশ্ন তুলছেন নোবেল জয়ী তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুলরাজাক গুরনাহকে নিয়ে
কলকাতা টাইমসঃ
সাহিত্যে নোবেল পুরস্কার ছিনিয়ে নিলেও দেশের মানুষই প্রশ্ন তুলছেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুলরাজাক গুরনাহকে নিয়ে। তার চতুর্থ উপন্যাস প্যারডাইস’র জন্য এবছরের নোবেল পুরস্কার জিতে নিয়েছেন তিনি। তানজানিয়ার নাগরিকদের প্রশ্ন, সত্যিই কি গুরনাহ তাদের সম্প্রদায়ের লেখক? প্রসঙ্গত, ১৯৬৭ সালে জন্মভিটা তানজানিয়ার জাঞ্জিবার ত্যাগ করে শরণার্থী হিসেবে ইংল্যান্ডে পাড়ি দেন তিনি।
যদিও গুরনাহ তার সঙ্গে তানজানিয়ার নাড়ির সম্পর্কের কথা বলেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমার পরিবার এখনো সেখানে বেঁচে আছে। আমি সেখানে যখন ইচ্ছা যেতে পারি। আমার এখনো সেখানে যোগাযোগ রয়েছে। আমি সেখান থেকেই এসেছি। আমি মানসিকভাবে সেখানেই থাকি।’ গত ৭ অক্টোবর নোবেল ঘোষণার পর তানজানিয়ার প্রেসিডেন্ট এবং জাঞ্জিবারের মানুষ গুরনাহর কৃতিত্বের প্রশংসা করেন।
এরিক কাবেন্দ্রা নামে একজন সাংবাদিক লিখেছেন, ‘জাঞ্জিবারে আরবরা থাকতে আফ্রিকানদের সঙ্গে বিপ্লবের সময় আব্দুলরাজাক ও তার পিতামহ জন্মভিটা ছেড়ে চলে যান। তানজানিয়া তার দ্বৈত নাগরিকের বিষয়টি সে কারণে স্বীকার করে না। কারণ, আবারও যদি ছেড়ে যাওয়া সম্পদ ফিরে পেতে চায়!