একদিনে ৩৫ কোটি গাছ লাগিয়ে ফেললো জনগণ !
কলকাতা টাইমসঃ
একদিনে ৩৫ কোটি গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড গড়লো ইথিওপিয়া। বেশকয়েক বছর ধরে সেদেশের বিস্তীর্ণ এলাকা খরা কবলিত। শুকিয়ে চলেছে মাটি। একই সঙ্গে দেশের বিভিন্ন অংশে দেখা দিয়েছে জলাভাব। পরিস্থিতি মোকাবিলায় এবার কোমর বেঁধে নেমে পড়লো সেদেশের জনগণ।যার ফল স্বরূপ তৈরী হলো বিশ্ব রেকর্ড।
জানা যাচ্ছে, শতাব্দীর শুরুতে ইথিওপিয়ার ৩৫ শতাংশ এলাকা ছিলো বনভূমি। যা ২০০০ সালের শুরুতে নেমে আসে প্রায় ৪ শতাংশের কাছাকাছি। এর পর থেকেই খরা পরিস্থিতির সৃষ্টি হয় ইথিওপিয়ায়। সেদেশের প্রধানমন্ত্রী আবি আহমেদের আহ্বানে এগিয়ে আসে সেদেশের আপামর জনগণ। দেশের প্রায় ১০০০টি স্থানে এই বৃক্ষরোপনের কর্মসূচি নেয় তারা।