১০৩ বছরের যুবতীর শখ হাতে একটা ট্যাটু থাক পার্মানেন্টলি !
কলকাতা টাইমসঃ
দীর্ঘ কয়েক দশক ধরে এক অপূর্ণ শখ পুষে রেখেছিলেন আমেরিকার মিশিগানের বাসিন্দা ডরোথি পোলক। তার খুব ইচ্ছে ছিলো শরীরে একটি পার্মানেন্ট ট্যাটু থাকুক তার। সংসার সামলে তেমন করে বলা না হলেও শেষ বয়েসে তা প্রকাশ করেন নাতনিদের কাছে। কিন্তু, ইচ্ছে পূরণ তথৈবচ। বর্তমানে তিনি ১০৩ বছরের যুবতী। খুব সম্প্রতি জয় করেছেন করোনাকে। মৃত্যুর হাত থেকে ফিরে এবার তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হলেন তিনি।
গত জুন মাসেই ১০৩ বছরের গন্ডি পার করেন ডরোথি। করোনায় আক্রান্ত হয়ে সেই সময় তিনি মিশিগানের মাস্কেগনের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। ডরোথির এক নাতনি টেরেসা জানান, তারা ঠিক করেন, ঠাকুরমার দীর্ঘদিনের ইচ্ছে এবার পূরণ করবেন তারা। সেই মতো এক ট্যাটু স্টুডিয়োতে গিয়ে পছন্দের একটি সবুজ রঙের ব্যাঙ আঁকানো হয় তার হাতে। ট্যাটু সহ ডরোথির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তার নাতনি।