নাছোড় জাপানি পর্যটকের পেরুর ‘মাচু পিচু’ দর্শন !
কলকাতা টাইমসঃ
এক নাছোড় পর্যটকের গল্প। গত মার্চে সুদূর জাপান থেকে পেরু ভ্রমণে গিয়েছিলেন তিনি। উদ্যেশ্য ছিলো সেদেশের বিশ্ব ঐতিহ্যের তকমা পাওয়া ‘মাচু পিচু’র প্রাচীন ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দর্শন করা। কিন্তু সেই সময়েই বিশ্বজুড়ে করোনার কারণে স্তব্ধ হয়ে যায় পর্যটন।বন্ধ করে দেওয়া হয় ‘মাচু পিচু’। সেই সময়ে মাচু পিচুর কাছে আগুয়াস ক্যালিয়েন্টেস শহরে আটকে পড়েন ওই জাপানি পর্যটক। যেভাবেই হোক তার অভীষ্ট স্থান দেখেই ফিরবেন। কিন্তু দীর্ঘ ৭ মাস অপেক্ষার পরও এখনো পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়নি পেরুর ওই দর্শনীয় স্থানটি।
উপায়ন্তর না দেখে শেষমেষ পেরুর পর্যটন দপ্তরের কাছে অন্তত একটিবার ‘মাচু পিচু’ভ্রমণের অনুমতি চান তিনি। জাপানি পর্যটক জেসি তাকায়ামার সেই আবেদনে সারা দেয় সেদেশের পর্যটন মন্ত্রক। শুধু মাত্র এই একজন পর্যটকের জন্যই ‘মাচু পিচু’ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত তার ভ্রমণ পিপাসুতাকে সন্মান জানাতেই এই উদ্যোগ বলে জানা গেছে। পেরুর সংস্কৃতিমন্ত্রী আলেজান্দ্রো নেইরা জানান, ওই পর্যটকের বিশেষ অনুরোধ মেনে নিয়ে তাকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে।