ইয়াহুর ওয়েবসাইটের ত্রুটি শুধরে দিয়ে ১০ কোটির ইনাম !
কলকাতা টাইমসঃ
ওয়েবসাইটে বাগ বা ত্রুটি শুধরে দিয়ে পুরস্কার হিসেবে পেলেন প্রায় সাড়ে দশ কোটি টাকা। এমনই এক কান্ড ঘটেছে লিচফিল্ড নামে এক ব্যক্তির সঙ্গে। একদিন ইয়াহুর সাইট ঘটতে ঘটতে তিনি সেখানে কিছু ত্রুটি দেখতে পান, এবং নিজের মতন করে তা ঠিকও করে দেন তিনি। ঘটনার কথা ভুলেও যান তিনি। নিতান্তই স্বেচ্ছাসেবকের মতোই কাজটা করেছিলেন তিনি।
জানা গেছে, লিচফিল্ডের ইয়াহু মেইলে হঠাৎই একদিন একটি মেইল আসে, তিনি ১৫ লাখ ডলার অর্থ পুরস্কার পেয়েছেন। মেইলটি খোদ ইয়াহু কর্তৃপক্ষ পাঠিয়েছে। তাতে লেখা রয়েছে, ‘আমরা আপনাকে কিছু অর্থ দেব। আপনি কি তা নিতে চান?’ ইয়াহুর কাছে আশ্চর্যের বিষয় ছিলো, তাদের কোডিং না জেনে কিভাবে কাজটি করলেন ওই ব্যক্তি! নির্লিপ্ত লিচফিল্ড -এর বক্তব্য ইটা যে কেউ করতে পারে, কোডিং জানার প্রয়োজনই নেই !