January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ব্যক্তিগত, গাড়ি, বাড়ি, বিমান সবটাই সোনায় মোড়া এই ব্যক্তির !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ই রাজার প্রায় সমস্তটাই সোনায় মোড়া। প্রাসাদ থেকে ব্যক্তিগত বিমান, সবক্ষেত্রেই সোনার প্রাচুর্য ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর।১৯৮৪ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে ব্রুনেই। তখন থেকেই নিজের প্রাসাদ গড়ার কাজ শুরু করেন সেদেশের বর্তমান রাজা। প্রাসাদটি ২০ লক্ষ স্কয়ারফুট এলাকা জুড়ে। হাসানালএই বংশের তিনি ২৯তম সুলতান। একইসঙ্গে সেদেশের প্রধানমন্ত্রীও তিনি।

রানি দ্বিতীয় এলিজাবেথের পর তিনিই বিশ্বের একমাত্র রাজা যে সবচেয়ে বেশি সময় ধরে নিজের রাজত্ব কায়েম রেখেছেন। ২০১৭ সালের ৫ অক্টোবর ৫০ বছর পূর্তি পালন করা হয় এই রাজত্বের। এই বিপুল সম্পত্তির উৎস ব্রুনেইয়ের বিপুল তেল এবং প্রাকৃতিক গ্যাস। ব্রুনেই নদীর তীরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এই রাজ্ প্রাসাদ। প্রাসাদে অন্তত ১৭০০টি ঘর রয়েছে।

Leave a Reply