পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ডের আদেশ আদালতের
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ডের আদেশ দিলো পাকিস্তানের আদালত। আজ সেদেশের বিশেষ আদালতের তিন সদস্যের এক বিচারপতির বেঞ্চ এই রায় দেন। বিচারপতিদের মধ্যে ছিলেন পেশওয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠ, সিন্ধ হাই কোর্টের প্রধান বিচারপতি নজর আকবর এবং লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি শহীদ করিম।
২০০৭ সালে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনা হয়। ২০১৩ সালে তাকে দোষী সাব্যস্ত করে আদালত। ২০০১ থেকে পরবর্তী ৭ বছর পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন সেদেশের প্রাক্তন সেনাপ্রধান মোশাররফ।