সঙ্কটজনক পারভেজ মুশাররফ, মৃত্যুর গুজব
কলকাতা টাইমসঃ
গুরুতর অসুস্থ পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন মুশারফের অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। দীর্ঘদিন ধরে স্নায়ুজনিত শারীরিক অসুস্থতায় ভুগছেন পারভেজ মুশাররফ। ২০১৬ সাল থেকে তিনি চিকিৎসার কারণে দুবাইয়ে রয়েছেন।
গতকাল খবর রটে যায়, দুবাইয়ের হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তবে তার দলের তরফে জানানো হয়েছে, দুবাইয়ের হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন মুশারফ। বুধবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।