জ্বালানি তেলে আমজনতার দুর্ভোগ কমাতে জিএসটির ইঙ্গিত অর্থমন্ত্রী নির্মলার মন্তব্যে
কলকাতা টাইমস :
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাম্প্রতিক মন্তব্যে জ্বালানি তেলে জিএসটির ইঙ্গিত মিলেছে। অর্থমন্ত্রীর বক্তব্য, রাজ্যগুলি রাজি হলে পেট্রল ডিজেল-সহ জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর জিএসটি বসানোর বিষয়ে বিবেচনা করতে পারে মোদি সরকার। এর জন্য জিএসটি পরিষদের ছাড়পত্রের প্রয়োজন। তবে পেট্রোপণ্যের উপরে কত শতাংশ জিএসটি বসতে পারে, সে সম্পর্কে এখনও জানা যায়নি।
বণিকসভা পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বাজেট-পরবর্তী আলোচনাসভায় নির্মলা বলেন, ‘‘জিএসটি পরিষদের ছাড়পত্র পেলেই পেট্রলজাত পণ্যে জিএসটি চালু হতে পারে। রাজ্যগুলি যদি রাজি হয়, তবে পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির আওতায় আনা হবে। এই নিয়ে আলোচনা চলছে।’’ উল্লেখ্য, আগামী শনিবার ১৮ ফেব্রুয়ারি থেকে নির্মলার নেতৃত্বে জিএসটি পরিষদের ৪৯তম বৈঠক। তার আগে অর্থমন্ত্রীর মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, মাঝে কেরল হাই কোর্ট জ্বালানি তেলে জিএসটি বসানোর বিষয়ে ভেবে দেখতে বলেছিল কেন্দ্রকে। যদিও এখনও পর্যন্ত জিএসটির আওতার বাইরে রয়েছে পেট্রল, ডিজেলের মতো জ্বালানি। এই অবস্থায় গত কয়েক বছরে বারবার বেড়ে আকাশ ছুঁয়েছে জ্বালানির দাম। অর্থনীতিবিদদের একাংশের মতে, জ্বালানি তেলে জিএসটি চালু হলে আমজনতার দুর্ভোগ কমতে পারে।