আফগানিস্তানকে বিশ্বকাপের চৌকাঠে দাঁড় করিয়ে বিদায় চাইলেন ফিল সিমন্স
কলকাতা টাইমসঃ
আফগানিস্তানকে বিশ্বকাপের চৌকাঠে দাঁড় করিয়ে এবার বিদায় নিতে চাইলেন ফিল সিমন্স। বিশ্বকাপের পরই তিনি দায়িত্ব ছাড়বেন বলেজানিয়েছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে সিমন্স জানিয়ে দিয়েছেন, নতুন করে আর কন্টাক্ট রিনিউ করবেন না। সিমন্স জানান, ‘১৫ জুলাই পর্যন্ত তাদের সঙ্গে থাকব। এরপর নতুন কিছু করবো।’
সিমন্স বলেন, ‘আমার সঙ্গে ওদের ১৮ মাসের চুক্তি রয়েছে। এই সময়ের মধ্যে যতটুকু করেছি তাতে আমি সন্তুষ্ট। এসিবির মূল লক্ষ্য ছিল বিশ্বকাপে যাওয়া। সেটা ওরা করতে পেরেছে। আমি যেভাবে দলটিকে পেয়েছি সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার ছিল। আমি তা করতে পেরেছি। আমি চেষ্টা করেছি শূন্যস্থানগুলো ভরাট করার।’