৭৬ টি বিলাস বহুল গাড়ি গুঁড়িয়ে দিলেন ফিলিপাইন প্রেসিডেন্ট দুতের্তে !
কলকাতা টাইমসঃ
ফিলিপাইনে ৭৬টি বিলাসবহুল গাড়ি ধ্বংস করে দেওয়া হলো। এই গাড়িগুলোর মোট দাম প্রায় ৪০ কোটি টাকা। দেশের রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তে এই গাড়িগুলোকে ডেস্ট্রয় করে দেওয়ার নির্দেশ দেন। যখন এই গাড়িগুলো ধ্বংস করা হচ্ছিল, সেখানে উপস্থিতও ছিলেন তিনি। গাড়িপ্রেমীদের কাছে নিঃসন্দেহে মর্মান্তিক এই দৃশ্য। তবে দেশের দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিতেই এই ধরনের নির্দেশ দেন দুতার্তে।
ল্যামবোরঘিনি, মার্সিডিজ, হার্লিসহ একাধিক কোম্পানির গাড়ি ও বাইক ধ্বংস করা হয়েছে। সেই গাড়িগুলো বেআইনিভাবে বিদেশ থেকে ফিলিপাইনে নিয়ে আসা হয়েছিল। একই সঙ্গে বিদেশ থেকে বেআইনিভাবে নিয়ে আসা মোট আটশ গাড়ি ধ্বংসের নির্দেশ দিয়েছেন তিনি। ২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি দমনে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছেন দুতার্তে। ইতোমধ্যেই মাদকচক্র ও দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন গাড়িগুলো ধ্বংস করা জরুরি ছিল।
এর আগেও বিলাসবহুল গাড়ি ধ্বংসের ঘটনা ঘটেছে সে দেশে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তার নির্দেশেই ৩০ টি বিলাসবহুল গাড়ি ডেস্ট্রয় করা হয়। নিলামে এই গাড়ি তুললে মাফিয়ারা নাম বদলে নিজেদের গাড়ি আবার কিনে নেবে বলে এই সিদ্ধান্ত নিয়েছেন দুতার্তে।