January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দেশের ১০০ পুলিশ কর্তাকে খুনের হুমকি দিলেন ফিলিপাইন প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ফিলিপাইনে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত ১০০ পুলিশ কর্তাকে হত্যার হুমকি দিলেন সেদেশের প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে। মঙ্গলবার রাতে দুর্তেতের দেওয়া বক্তৃতার একটি ভিডিও বুধবার সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সেখানে পুলিশ কর্তাদের উদ্দেশ্যে দুর্তেতেকে বলতে দেখা যায়, ‘তোমাদের আর দরকার নেই, তোমরা সমাজের শত্রু।’ দুর্তেতে বলেন, ‘দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বন্ধ না করলে আমি তোমাদের খুন করবো।’

‘তোমাদের ভাগ্য ভাল এখানে অনেক মানুষ উপস্থিত আছে। নইলে আমি এখনই তোমাদের মারা শুরু করতাম’ বলেন ফিলিপিনো প্রেসিডেন্ট। এর আগে ২০১৭ সালেও ২০০ পুলিশ কর্তাকে হত্যার হুমকি দিয়েছিলেন দুর্তেতে। মানবাধিকার সংস্থা জানাচ্ছে, দুর্তেতে ক্ষমতার আসার পর শুরু করা মাদক বিরোধী অভিযানে ফিলিপাইনে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে।

Related Posts

Leave a Reply