September 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

চীনকে যুদ্ধের হুঁশিয়ারি ফিলিপাইনের!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে বিতর্কিত দক্ষিণ চীন সাগর। আর তারই জের ধরে এবার চীনাকে সংযত হতে বললেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মালাকানাং প্যালেসে মঙ্গলবার দুতের্তে জানান, তীব্র প্রতিযোগিতাপূর্ণ অঞ্চলটি যুদ্ধের সূতিকাগারে রূপান্তরিত হয়েছে। তিনি বলেন, ‘চীন সংযত আচরণ না করলে যেকোনো সময় চলতে থাকা উত্তেজনা যুদ্ধের রূপ নিতে পারে।’ দুতের্তে আরও বলেন, ‘আমি আশা করি, চীন অন্তত তাদের আচরণ সংযত করবে। আমি চীনের সঙ্গে ঝগড়া করতে চাই না।’

দক্ষিণ চীনা সাগরের অধিকাংশ এলাকা নিজেদের বলে দাবি করে আসছে বেজিং। সামুদ্রিক এই অঞ্চলটিকে নিয়ে কয়েক দশক ধরে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে ফিলিপাইন ও চীন। তাছাড়া, এই সাগরের মালিকানা নিয়ে চীনের সাথে ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনেই এরও দ্বন্দ্ব রয়েছে।

Related Posts

Leave a Reply