আফগান পার্লামেন্টে বন্দুক হাতে ফটোসেশন তালেবান জঙ্গিদের: স্বাগত জানিয়ে বিবৃতি চীনের !
কলকাতা টাইমসঃ
একদিকে আফগান সংসদ দখল করে আইন প্রণেতাদের চেয়ারে বসে বন্দুক হাতে পোজ দিতে ব্যস্ত তালেবান জঙ্গিরা। অন্যদিকে প্রায় একই সময়ে বিশ্বনিন্দিত তালেবানদের আফগানিস্তানে স্বাগত জানালো চীন। বেজিংয়ের তরফে রীতিমতন বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো, তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে গভীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করতে প্রস্তুত রয়েছে রয়েছেন তারা।
আজ চীনা পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং এই বিবৃতি দেন। তিনি কোনোরকম রাখঢাক না করেই পরিষ্কার জানিয়ে দেন, “তালেবানরা বহুদিন ধরেই চীনের সঙ্গে সম্পর্ক তৈরির আশা ব্যক্ত করে এসেছে। পাশাপাশি তারা আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে চীনের অংশগ্রহণ প্রত্যাশা করে।” চীনা মুখপাত্র আরো বলেন, “নিজেদের ভাগ্য স্বাধীনভাবে বেছে নেয়ার যে অধিকার আফগানদের রয়েছে তাকে সম্মান করে চীন।”