সবার আগে বাসায় ফেরে তাই ১৬ কোটিতে বিক্রি হলো এই পায়রা !
কলকাতা টাইমস :
স্বাভাবিকভাবে কবুতরের দাম আড়াইশ থেকে তিনশ টাকা হলেও শখের বশে অনেকে বিভিন্ন জাতের পায়রা বেশি দাম দিয়েও কেনেন। কিন্তু নিলামে এক পায়রা যে দামে বিক্রি হয়েছে, তা শুনলে যে কেউ চমকে যাবেন।
মাত্র দুই বছর বয়সী ওই পায়রাটি বিক্রি হয়েছে ১৯ লাখ ডলারে। ঘটনাটি ঘটেছে বেলজিয়ামে। নিলামে পায়রাটি কিনেছেন চীনের একজন ব্যক্তি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ কিম ওই পায়রার নাম। বয়স দুই বছর। স্ত্রী পায়রাটি সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়। নিলামে ১৬ কোটি ১৫ লাখ টাকায় বিক্রি হয়।
জানা গেছে, এটি বিশেষ প্রজাতির কবুতর। রেসিং পায়রা হিসেবে এটি বিক্রি হয়। এই পায়রার কাজ হলো ওড়াউড়ির প্রতিযোগিতায় অংশ নেওয়া।
প্রতিযোগিতায় একশ থেকে এক হাজার কিলোমিটার দূরের কোনো স্থান থেকে পায়রা ছেড়ে দিয়ে দেখা হয়- সবার আগে কে বাসায় ফেরে। এই প্রতিযোগিতায় বিজয় পায়রা মালিক মোটা অঙ্কের অর্থ পান। এর আগে একটি পায়রা ১২ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছিল।