এই বিশেষ ট্রেন চালাতে চেয়ে লোকো পাইলটদের মারামারি দেখে আতঙ্কে যাত্রীরা
জানা গিয়েছে, আগরার লোকো পাইলট এবং তাঁর সহকারীকে ট্রেন থেকে নেমে যেতে বলা হয়। তার পরিবর্তে ট্রেনের দখল নেন গঙ্গাপুরের রেল কর্মীরা। তাঁরাই ট্রেন চালাবেন বলে দাবি জানাতে থাকেন। তাতে স্বভাবতই রাজি হননি আগ্রার লোকো পাইলটরা। উত্তেজনা এড়াতে লোকো পাইলট এবং তাঁর সহকারী ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। কিন্তু উন্মত্ত রেলকর্মীরা সেই দরজা ভেঙে ঢুকতে শুরু করেন। আগ্রার পাইলটদের বের করে প্ল্যাটফর্মে নামিয়ে চলে মারধর।
গোটা ঘটনাটি স্টেশনে দাঁড়িয়ে দেখেন বন্দে ভারতের যাত্রীরা। চোখের সামনে এহেন পরিস্থিতি দেখে হতবাক হয়ে যান তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ডাকা হয়। যদিও তাতে কোনও লাভ হয়নি।