সবশেষ পণ্যে পিৎজা গেলো মহাকাশে

এপি বলছে, সর্বশেষ চালানে মোট আট হাজার দুইশ পাউন্ড বা তিন হাজার সাতশ কিলোগ্রামের পণ্য পাঠানো হয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এতে রয়েছে তাজা আপেল, টমেটো ও কিউয়ি। এনিয়ে মার্কিন মহাকাশ সংস্থা নাসার হয়ে ১৬তম বারের মতো পণ্য মহাকাশে পাঠাল নর্থরোপ গ্রুম্যান। যদিও এটিই সবচেয়ে বড় সরবরাহের চালান।