January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

পুজোয় বেড়াতে যাওয়ার প্ল্যান ! রাশি দেবে সঠিক জায়গার ইঙ্গিত 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

মেষ ও বৃষ: মেষ : রাশির জাতকরা এই বছর বেড়ানোর জন্য উপযুক্ত সঙ্গী পাবেন। পাহাড়া এলাকা, বিশেষত উত্তরভারত কিম্বা উত্তরপূর্ব ভারত আপনাদের বেড়ানোর জন্য সেরা গন্তব্য। বৃষ রাশির জাতকরা ভ্রমণের ক্ষেত্রে এই বছর বিলাসিতার সুযোগ পাবেন। বিলাসবহু কোনও জায়গায় এই বছর আপনাদের বেড়ানোর সম্ভাবনা রয়েছে।

তুলা ও বৃশ্চিক : তুলা রাশির জাতক জাতিকাদের এই বছর বেড়াতে গিয়ে প্রেম হতে পারে। ২০১৯ সালে প্রচুর ভ্রমণপর্ব বাকি রয়েছে আপনাদের জন্য। আর তার জন্য তৈরি হয়ে যান। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোনও শান্তিপূর্ণ জায়গা অপেক্ষা করে রয়েছে। কোনও পাহাড়ি জায়গায় এই বছর ট্যুর প্ল্যান করে নিন। 

ধনু ও মকর : বেড়ানোর ধনু রাশির জাতকদের অক্সিজেন দিয়ে থাকে। কোনও ট্রেকিং বা অ্যাডভেঞ্চারের জায়গায় যেতে পারেন আপনারা। অন্যদিকে মকর রাশির জাতক জাতিকারা বিলাসবহুল কোনও জায়গার বেড়াতে যেতে পারেন। ফলে চটপট প্ল্যান করে ফেলুন এমনই এক জায়গার। 

কুম্ভ ও মীন : কুম্ভ রাশির জাতক জাতিকারা এই বছর কোনও জঙ্গলকেন্দ্রিক জায়গায় বেড়ানোর প্ল্যান করতে পারেন। তা আপনাদের পক্ষে উপযুক্ত। মীন রাশির জাতক জাতিকারা কোনও বিলাসবহুল জায়গায় এই বছর গা ভাসাতে পারেন। 

Related Posts

Leave a Reply