খবরের কাগজ দিয়েই বের হবে চারা, যদি করেন …
কলকাতা টাইমস :
খবরের কাগজ পড়া হয়ে গেলে, দু-তিন মাস অন্তর নিশ্চয় কেজিদরে বেচে দেন। কিন্তু ধরুন, যদি এমন হয়, আপনি যে কাগজটি পড়ছেন, তা মাটিতে পুঁতলে সুন্দর, সুগন্ধী ফুলের চারা বের হয় বা ফল! তা হলেও কি কেজিদরে বেচে দেবেন?
খবরের কাগজের কালি যে শরীরের পক্ষে ক্ষতিকারক, সে বিষয়ে আগেই সতর্ক করেছেন গবেষকরা। কিন্তু, জাপানি এই কাগজটির কালি তৈরি হয় নানা রকম শাকসবজি থেকে। কাগজ তৈরি হওয়ার পর সেই শাকসবজিই সারের কাজ করে। আর গাছ জন্মাচ্ছে কী ভাবে? কারণ, এতে রয়েছে অজস্র ফুলের বীজ। পানি পড়লেই, মাথা তুলছে চারা।