প্লাজমা চিকিৎসায় আদতে কোন লাভই নেই, জানালেন গবেষকরা
কলকাতা টাইমস :
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেরে ওঠা লোকদের রক্ত থেকে নেওয়া প্লাজমা আক্রান্তদের দিলে তাঁদের গুরুতর অসুস্থ হওয়া থেকে রক্ষা কিংবা মৃত্যুর শঙ্কা কমছে না। ভারতে নতুন এক গবেষণায় গবেষকরা এ ধরনের ফল লক্ষ করেছেন।
ওই গবেষণার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় আক্রান্ত চার শতাধিক লোকের শরীরে প্লাজমা দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। শুক্রবার চিকিৎসাবিষয়ক জার্নাল বিএমজেতে এ ব্যাপারে ফল প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়, প্লাজমা চিকিৎসায় হালকা মাত্রার কার্যকারিতা দেখা গেছে।
এই মুহূর্তে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র ও ভারত সবচেয়ে বেশি ধকল সামলাচ্ছে। উভয় দেশেই করোনা রোগীদের জরুরি চিকিৎসার ক্ষেত্রে প্লাজমা দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যেও এ ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।
রিডিং ইউনিভার্সিটির সেলুলার মাইক্রোবায়োলজি বিশেষজ্ঞ সিমন ক্লার্ক বলেন, করোনা থেকে সেরে ওঠা ব্যক্তিদের ক্ষেত্রে সামান্য কার্যকারিতা দেখা গেছে প্লাজমা চিকিৎসায়। তবে এই রোগ থেকে সেরে ওঠার জন্য এটা যথেষ্ট নয়।