দয়া করে লড়াই চালিয়ে যান, আমরা জিতবো: জেলেনস্কি

কলকাতা টাইমসঃ
ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রুশ বাহিনী। অন্যদিকে, ইউক্রেনের সেনা বাহিনী এবং সাধারণ মানুষ শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে রাশিয়ান সেনার বিরুদ্ধে। আজ শনিবার বিকালে এক সাংবাদিক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে তার দেশই জিতবে।
জেলেনস্কি বলেন, সরকারি বাহিনী এখনো কিয়েভ ও শহরের চারপাশের মূল পয়েন্টগুলো নিয়ন্ত্রণ করছে। ভুয়ো খবরের প্রতি কর্ণপাত করতে বারণ করেন তিনি। দেশের সাধারণ জনগণের প্রতি জেলেনস্কির আবেদন ‘আপনারা দয়া করে লড়াই চালিয়ে যান। আমরা জিতবো।