ফলের আগেই ২০ কেজির লাড্ডু নিয়ে মাতোয়ারা দ্রৌপদীর গ্রাম, দেখা করতে পারেন মোদিও
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
আজ, বৃহস্পতিবার বিকেলের মধ্যেই ঠিক হয়ে যাবে। সকাল ১১ টায় সংসদে শুরু ভোটগণনা। বিজেপি বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় পাটিগণিতের হিসাবে সাংবিধানিক প্রধানের দৌড়ে এগিয়ে গেরুয়া শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্মু। তাই ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদীর গ্রামের বাড়িতে এখন সাজসাজ রব। এদিনই তাঁর সঙ্গে দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গত সোমবার ‘ক্রস ভোট’ ও অর্থের বিনিময়ে ‘ঘোড়া কেনাবেচা’র অভিযোগের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হয়। প্রায় ৯৯ শতাংশ সাংসদ ও বিধায়ক ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়। ২৪ জুলাই শেষ হবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ। পরের দিন অর্থাৎ ২৫ জুলাই শপথ নেবেন দেশের নতুন রাষ্ট্রপতি। আজ সব রাজ্য থেকেই ব্যালট বাক্স সংসদে নির্দিষ্ট সময়ে এসে পৌঁছেছে বলে কমিশনের তরফে খবর। এবার নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪,৭৯৬ জন সাংসদ ও বিধায়ক। অভিনেতা ও সাংসদ সানি দেওল-সহ আটজন সাংসদ ভোট দেননি। ১১টি রাজ্যে ১০০ শতাংশ বিধায়ক ভোট দিয়েছেন বলে জানিয়েছে কমিশন।