টাকা তুলে নিয়ে একাউন্ট বন্ধ করার জন্য লম্বা লাইন পিএনবিতে
[kodex_post_like_buttons]
নিউজ ডেস্কঃ
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুর্নীতি নিয়ে এবার সঙ্কটের মুখে ব্যাংক কতৃপক্ষ। এই ব্যাংক থেকে পয়সা তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি একাউন্ট বন্ধ করে দেওয়ার হিড়িক পড়েছে দেশ জুড়ে। মাত্র তিন দিনে প্রায় চার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে।
বিষয়টির গুরুত্ব বিবেচনা করে মঙ্গলবার দেশজুড়ে এক বিজ্ঞপ্তি জারি করে সংস্থার এমডি। তাতে সাধারণ মানুষের পয়সা সুরক্ষিত আছে বলে তাদের গ্রাহকদের আশ্বস্ত করা হয়। এতকিছুর পরেও এদিনও এই ব্যাংকটির
বিভিন্ন শাখায় সকাল থেকেই লম্বা লাইন। উদ্বিগ্ন গ্রাহকরা যেন কোনো কিছুতেই আশ্বস্ত হতে পারছেন না। সংস্থাটির এমডি, এই সময় ব্যাংক কর্মীদেরও শান্ত থেকে পরিস্থিতির মোকাবিলা করার নির্দেশ জারি করেছেন।
এদিকে, ১১,৪০০ কোটি টাকার এই দুর্নীতি নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় দুর্নীতিদমন কমিশন। পিএনবি-র কয়েকজন শীর্ষ আধিকারিককে তলব করেছে কমিশন। পাশাপাশি কীভাবে ব্যাঙ্কের নিরাপত্ত ব্যবস্থা ভেঙে এতবড় জালিয়াতি হল তার ব্যাখ্যা চাওয়া হয়েছে পিএনবি-র কাছে। ১০ দিনের মধ্যে সেই ব্যাখ্যা দিতে হবে। ভারতের ব্যাঙ্কের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতির পেছনে কারা জড়িত, তাদের নামও চেয়েছে ভিজিল্যান্স কমিশন।
এদিকে, ১১,৪০০ কোটি টাকার এই দুর্নীতি নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় দুর্নীতিদমন কমিশন। পিএনবি-র কয়েকজন শীর্ষ আধিকারিককে তলব করেছে কমিশন। পাশাপাশি কীভাবে ব্যাঙ্কের নিরাপত্ত ব্যবস্থা ভেঙে এতবড় জালিয়াতি হল তার ব্যাখ্যা চাওয়া হয়েছে পিএনবি-র কাছে। ১০ দিনের মধ্যে সেই ব্যাখ্যা দিতে হবে। ভারতের ব্যাঙ্কের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাঙ্ক জালিয়াতির পেছনে কারা জড়িত, তাদের নামও চেয়েছে ভিজিল্যান্স কমিশন।
উল্লেখ্য, জালিয়াতিতে যোগ প্রমাণ হওয়ায় ইতিমধ্যেই ১৮ কর্মীকে বরখাস্ত করেছে পিএনবি। এর মধ্যে রয়েছেন জেনারেল ম্যানেজার পর্যায়ের আধিকারিকও। গ্রেফতার করা হয়েছে পিএনবির ২ প্রাক্তন আধিকারিককে।