January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

পকেট বাঁচিয়ে রাখতে ‘পকেট ডগ’

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

চিহুয়াহুয়া’ এই নামটা শুরলেই মনে হয় অন্যরকম বড় ধরণের কিছু একটা। না, এটি একটি কুকুরের নাম। যা আকারে আনেক ছোট৷ আর ছোট বলেই একে পোষ্য করাও সহজ৷ সবথেকে ছোটো কুকুর চিহুয়াহুয়া প্রথম সারির দশটা ওয়াচ ডগের মধ্যে অন্যতম৷ এরা আকারে এতোটাই ছোটো যে এদের ‘পকেট ডগ’ আখ্যা দেওয়া হয়৷ তবে আকারে ছোটো হলে কী হবে ব্যক্তিত্ব এবং খেলাধুলোর দিক দিয়ে এরা যে কোনও বড়ো কুকুরকে টেক্কা দিতে পারে৷ চিহুয়াহুয়ার উত্‍পত্তি সম্পর্কে দু’টো মত জানতে পারা যায়৷ প্রথমটা হল মধ্য অথবা দক্ষিন আমেরিকার টোলটেক সভ্যতার তেচিচি নামে একটা ব্রিড থেকে এই ছোট্ট ব্রিডটার উত্‍পত্তি৷ মনে করা হয় অ্যাজটেকরা যখন টোলটেক সভ্যতার ওপর নিজেদের আধিপত্য বিস্তার করে তখন তারা তেচিচি ব্রিডটাকেও গ্রহণ করে৷

বিভিন্ন মন্দিরে তারা এই ব্রিডটাকে রাখত৷ এদের অনেক ধর্মীয় প্রথার সঙ্গেই তেচিচি ব্রিডটা জড়িত ছিল৷ এরা মনে করত এই ব্রিডটার কিছু অলৌকিক ক্ষমতা আছে৷ এমনকী এই ব্রিডটাকে ভবিষ্যত্‍দ্রষ্টাও মনে করত এরা৷ মনে করত এরা অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে সক্ষম৷ এদের ধারণা ছিল মানুষের মৃত্যুর পর আত্মাকে এরা সঠিক দিশার সন্ধান দিতে পারে৷ আর দ্বিতীয় মত হল স্প্যানিশরা চিনের একটা ছোটো লোমের ব্রিডকে মেক্সিকোতে নিয়ে যায় এবং ওখানকার একটা ব্রিডের সঙ্গে ছোটো লোমের ব্রিডটার মিলনের ফলেই চিহুয়াহুয়া ব্রিডটার উত্‍পত্তি৷ তবে যত প্রচলিত মতই থাকুক না কেন, বর্তমানে যে ছোটো লোমের চিহুয়াহুয়া দেখতে পাওয়া যায় তার আর্বিভাব ১৮৫০ শতকে মেক্সিকোর চিহুয়াহুয়া নামক একটা জায়গায়৷ এবং এই জায়গার নাম অনুসারেই এই ব্রিডটার নাম রাখা হয় চিহুয়াহুয়া৷ আর বড়ো লোমের চিহুয়াহুয়ার উত্‍পত্তি হল প্যাপিলন বা পমেরেনিয়ানের সঙ্গে ছোটো লোমের চিহুয়াহুয়ার মিলনের ফলে৷

শারীরিক গঠন চিহুয়াহুয়ার কাঁধ পর্যন্ত উচ্চতা হল ৬ থেকে ৯ ইঞ্চি৷ আর এদের ওজন ১ কেজি ২০০ গ্রাম থেকে ২ কেজি ৪০০ গ্রামের মধ্যে৷ চিহুয়াহুয়া দু’ধরনের হয়৷ একটা ছোটো লোমের চিহুয়াহুয়া আর একটা বড় লোমের চিহুয়াহুয়া৷ ছোটো লোমের চিহুয়াহুয়ার মসৃন এবং চকচকে লোম হয়৷ এদের গলার কাছের লোম তুলনামূলকভাবে বড় হয়৷ মাথায় এবং কানের কাছে খুব অল্প লোম থাকে৷ এদের লেজ ঘন লোমশ৷ বড় লোমের চিহুয়াহুয়ার গায়ে সোজা আর কোঁচকানো দু’ধরনের লোমই দেখা যায়৷ এদের কানের কাছে, গলার কাছে এবং পায়ে লোম বেশি বড়ো হয়৷ পেটের তলার দিকের লোমও অপেক্ষাকৃত বড়ো হয়৷ যাকে ফ্রিল বলা হয়৷ লোমের বৈচিত্রের মতো চিহুয়াহুয়ার গায়ের রঙেও বৈচিত্র লক্ষ্য করা যায়৷ এদের গায়ে এক রঙের লোম হতে পারে, যেমন কালো, সাদা, হলুদ, চকলেট, ধুসর, রুপোলি৷ আবার অনেক সময়ে একসঙ্গে তিনটে রঙের মিশ্রণও দেখা যায়৷ বিভিন্ন রঙের আবার বিভিন্ন রকম শেডও হতে পারে৷ অনেক সময়ে চিহুয়াহুয়ার গায়ে নানা রঙের ছোপ বা দাগও দেখা যায়৷ এদের আয়ু মোটামুটি ১৮ বছর৷

চারিত্রিক বৈশিষ্ট্য চিহুয়াহুয়া অত্যন্ত আত্মবিশ্বাসী আর সাহসী কুকুর৷ এরা সদাসতর্ক৷ এছাড়াও নতুন কাউকে দেখলে এদের সন্দিহান মনোভাবের কারনেই এরা খুব ভালো ওয়াচ ডগ হতে পেরেছে৷ এরা মানুষের সঙ্গ এবং আদর পেতে ভালোবাসে৷ কোনও একজন ব্যক্তির সঙ্গে এদের খুব ভালো বন্ধুত্ব হয়, তবে তার মানে এই নয় যে এরা অনেকের সঙ্গে মিশতে পছন্দ করে না৷ চিহুয়াহুয়া খেলতেও খুব ভালোবাসে৷

যত্ন চিহুয়াহুয়াকে বলা হয় ‘ওয়াশ অ্যান্ড গো’ ডগ৷ অর্থাত্‍ এদের যত্নের পেছনে খুব বেশি সময় ব্যয় করতে হয় না৷ ছোটো লোমের চিহুয়াহুয়ার ক্ষেত্রে সপ্তাহে একবার রাবার ব্রাশ দিয়ে লোম আঁচড়ানো আর যদি বড়ো লোমের চিহুয়াহুয়া হয় তাহলে সপ্তাহে একবার পিন ব্রাশ দিয়ে লোম আঁচড়ানোই যথেষ্ট৷ তাছাড়া এদের রোজ দাঁত মাজানো, চোখের নীচ পরিস্কার করে দেওয়া দরকার৷ এবং মাঝেমধ্যে কান পরিস্কার করে দেওয়া জরুরি৷ তবে এদের খুব বেশি স্নান করাবার প্রয়োজন পড়ে না৷

মনে রাখা দরকার:
১) অতিরিক্ত ঠাণ্ডায় বা কোনও কারণে ভয় পেলে এদের একটু কাঁপার প্রবণতা আছে৷ তাই ঠাণ্ডায় এদের সোয়েটার পরিয়ে রাখা ভালো৷ ২) রোজ অন্তত ২০ থেকে ৩০ মিনিট এক্সারসাইজ করানো এদের শরীর সুস্থ রাখার ক্ষেত্রে প্রয়োজন৷ ৩) আকারে খুব ছোটো তাই ছোটো ফ্ল্যাট বা বাড়িতে অনায়াসে রাখতে পারেন৷ ৪) চিহুয়াহুয়ার দাম মোটামুটি ২৫ থেকে ৩০ হাজার৷

Related Posts

Leave a Reply