করোনায় আক্রান্ত পোগবা
কলকাতা টাইমসঃ
করোনায় আক্রান্ত বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ফুটবলার পল পোগবা।ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার যে কারণে ছিটকে গেলেন উয়েফা নেশনস লিগ থেকে। আজ অর্থাৎ বৃহস্পতিবার ফ্রান্সের জাতীয় কোচ দিদিয়ে দেশ এই খবরের সত্যতা স্বীকার করেন। তিনি জানান, পোগবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
২৭ বছর বয়সী এই স্পেনীয় মিডফিল্ডারকে আপাতত ১৪ দিনের জন্য সেল্ফ আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। সেই মতন তিনি ইতিমধ্যেই নিজেকে কোয়ারেন্টাইন করে ফেলেছেন।এদিকে এই কারণে পোগবার পরিবর্ত খেলোয়াড় হিসেবে ফ্রান্সের জাতীয় দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।