এই মহিলার বয়স ধরতে গিয়ে পুলিশও নাজেহাল

ইউক্রেনে ৪১ বছর বয়সি এক নারীকে বিমানবন্দরের পাসপোর্ট কন্ট্রোল বিভাগে আটক করা হয়। তার অপরাধ কী জানেন? তার দোষ তিনি তার আসল বয়সের তুলনায় দেখতে অনেক তরুণী।
সেই জন্যে পাসপোর্ট দফতরের কর্মকর্তারা বিশ্বাস করতে পারেননি যে, এই নারী তাঁর নিজেরই পাসপোর্ট ব্যবহার করছেন। তারা ভেবেই নিয়েছিলেন ন্যাটালি জেনকিভ নামের ওই নারী তাঁর থেকে অন্তত কুড়ি বছরের বড় কোন নারীর ছবি-পাসপোর্টে ব্যবহার করেছেন। আর এই অপরাধে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিমানবন্দরের অন্য ব্যক্তিরাও তাকে চিহ্নিত করে এগিয়ে এসে অটোগ্রাফ নিতে চাইলে কর্মকর্তাদের ভুল ভাঙে।
ন্যাটালি জানিয়েছেন, তিনি বয়সের তুলনায় যেহেতু অনেক কমবয়সি দেখতে, তার জন্যে বিভিন্ন লোকের থেকে অনেক সময় প্রশংসাও পেয়েছেন। কিন্তু সেই জন্যে তাঁকে বিমানবন্দরে আটকে রাখা হতে পারে, সেটা তিনি ভাবতেই পারেননি।