‘নির্যাতিতারাই জেলের ভেতর’, বিস্ফোরক অভিযোগ, মালদহে থানা ঘেরাও বিজেপির
বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “এরাজ্যে মহিলাদের কোনও আত্মসম্মান নেই। পুলিশের সামনেই দু’জন মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হল। অথচ পুলিশ দাঁড়িয়ে দেখল। পরে তাদেরকেই গ্রেফতার করল। লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। কোন রাজ্যে রয়েছি আমরা!”
জেলা পুলিশের অবশ্য দাবি, গত ১৭ জুলাই নালকোলা ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় ওই দুই মহিলা জড়িত ছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছিল।
মণিপুরে দুই তরুণীকে ধর্ষণ করার পর উলঙ্গ করে গ্রাম ঘোরানোর ভাইরাল ভিডিওকে ঘিরে দেশজুড়ে নিন্দার ঝড়। শুক্রবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মণিপুরের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কোথায় গেল, আপনার বেটি বাঁচাও স্লোগান! মণিপুরের বেটি জ্বলছে!” ২৪ এর লোকসভা ভোটে দেশের মহিলারাই বিজেপিকে রাজনীতির ময়দান থেকে ছুড়ে ফেলে দেবে বলেও দাবি করেছিলেন মমতা।
সেই প্রসঙ্গ টেনে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, “বাংলার পুলিশ তো অপরাধীদের আড়াল করে। মালদহের ঘটনা সেটাই প্রমাণ করে। উনি কোন সাহসে অন্য রাজ্যের দিকে আঙুল তোলেন?’’ নালকোলা পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সিভিক ভলান্টিয়ারের সামনেই গত ১৯ জুলাই দুই মহিলাকে চোর সন্দেহে প্রায় বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ উঠেছে। মারধরের সেই ভিডিও সামনে আসতেই রীতিমতো শোরগোল রাজ্য রাজনীতিতে। উঠেছে নিন্দার ঝড়ও।