পাকিস্তানে করোনা চিকিৎসকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। গত শুক্রবার এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে খবর। জানা যাচ্ছে, সেদেশের সাস্থ শিক্ষা সচিবের কার্যালয়ের সামনে তরুণ চিকিৎসক, নার্স, প্যারামেডিকেল কর্মচারীরা ‘গ্রান্ড হেলথ এলায়ন্স’ নামে এক সংগঠনের ব্যানারে অনশন কর্মসূচি পালন করছিলেন।
জানা যাচ্ছে, পাকিস্তানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রথম থেকেই করোনা চিকিৎসার জন্য তাদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিলেন। প্রয়োজনীয় কিট সরবরাহ করার পাশাপাশি বরখাস্ত হওয়া সহকর্মীদের পুনর্বহালেরও দাবি জানাচ্ছিলেন তারা। একই সঙ্গে করোনায় আক্রান্ত চিকিৎসকদের পাঁচতারা হোটেলে রেখে চিকিৎসারও দাবি জানান তারা।