ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট সারকোজিকে আটক করলো পুলিশ
নিউজ ডেস্কঃ
লিবিয়ার প্রয়াত নেতা গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আটক করা হয়েছে। আটকের পর মঙ্গলবার সকাল থেকে প্যারিসের উত্তর-পশ্চিমে নানতেরিতে একটি পুলিশ স্টেশনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২০১২ সালে নির্বাচনী প্রচারের জন্য লিবিয়ার স্বৈরশাসক গাদ্দাফির কাছ থেকে সারকোজি পাঁচ কোটি ডলার অর্থ নিয়েছিলেন বলে অভিযোগ। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এর আগে, ২০১৪ সালেও তাকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে বরাবরই এই সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন তিনি। ২০০৭-২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট পদে ছিলেন নিকোলাস সারকোজি।