নেপালে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে পুলিশের গুলি, মৃত ১
কলকাতা টাইমসঃ
নেপালে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণ ও হত্যা করা হয়েছে। শনিবার এই ঘটনার প্রতিবাদে পথে নামে নেপালবাসী। বিক্ষোভ চলাকালীন গুলি চালায় পুলিশ। এই ঘটনায় নিহত হয়েছে একজন। বেশ কয়েকজন আহত হয়েছে। কৃষ্ণ রাজ ওঝা নামে এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিক্ষোভকারীদের সংঘর্ষ থামাতে পুলিশ গুলি চালায়। যার ফলে সানি খুনা নামের এক ব্যক্তি নিহত হন। জানা গেছে, জুলাইয়ের শেষের দিকে নির্মলা পান্তা নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়। পরদিন আঁখের ক্ষেতে তার মৃতদেহ পাওয়া যায়।
বিক্ষোভকারীরা জানাচ্ছেন, আসল অপরাধীকে বাঁচানোর জন্য বলির পাঁঠা হিসেবে পুলিশ অন্য আরেকজনকে গ্রেপ্তার করেছে। শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১৫ হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছে। এই প্রতিবাদকে সমর্থন করে টুইটারে ‘রেইজ এগেইনস্ট রেইপ’ ও ‘জাস্টিস ফর নির্মলা’ হ্যাশট্যাগের প্রতিবাদও দেখা গেছে।