January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দিল্লির একটি বাড়ি থেকে ১১ টি মৃতদেহ উদ্ধার করলো পুলিশ!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

দিল্লির বুরারি এলাকায় একটি বাড়ির ভেতর থেকে ১১ টি লাশ উদ্ধার করলো পুলিশ। রবিবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে ৭ জন মহিলা ও ৪ জন পুরুষ রয়েছে। এরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গণ আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, সকালে বুরারি এলাকায় ২৪ নম্বর সন্ত নগরে একটি দোতলা বাড়ির একটি ঘরের মধ্যে স্থানীয়রাই প্রথমে কয়েকজনের লাশ ঝুলতে দেখেন, এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে ১১ টি লাশ উদ্ধার করে পুলিশ। লাশগুলোকে উদ্ধার করে স্থানীয় গুরু গোবিন্দ সিং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহতদের মধ্যে ১০ জনকে বাড়ির রেলিং’এ ঝুলতে দেখা যায়, একজনের লাশ পড়ে ছিল মেঝেতে। নিহতদের মধ্যে রয়েছেন দুই ভাই, তাদের স্ত্রী, দুই ছেলে এক বৃদ্ধ মা ও বোনেরা। স্থানীয় গুরদোয়ারা এলাকায় পরিবারের একটি মুদির দোকান রয়েছে, পাশাপাশি ফার্নিচারের ব্যবসাও রয়েছে তাদের। ইতিমধ্যেই নিহতদের আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে।

 

Related Posts

Leave a Reply