এবারের আইপিএলে এক ঝাঁক রেকর্ড গড়ার পথে পোলার্ড
কলকাতা টাইমসঃ
আজ থেকেই শুরু হয়ে গেলো আইপিএলের ১৪তম আসর। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে এই ম্যাচ শুরুর সাথে সাথেই প্রায় ৬টি রেকর্ড গড়ার দরজা খুলে গেলো মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ডের সামনে।
জানা যাচ্ছে, আজ কোহলিদের বিরুদ্ধে মাত্র ২টি ছক্কা হাঁকালেই আইপিএলের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে ২০০টি ছক্কার রেকর্ড গড়বেন পোলার্ড। মাত্র দু’টি চার মারার সঙ্গে সঙ্গেই আইপিএলে ২০০টি বাউন্ডারির রেকর্ড গড়বেন পোলার্ড। আর মাত্র ৭টি উইকেট তুলে নিলেই ব্র্যাভো, সাকিব এবং আন্দ্রে রাসেলের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫ হাজার রান এবং ৩০০ উইকেট শিকারের রেকর্ড গড়বেন পোলার্ড। একই সঙ্গে আর মাত্র ১০টি ক্যাচ নিলেই ১০০ ক্যাচ শিকারের নজির গড়বেন এই ক্যারিবিয় অলরাউন্ডার।