একটিও টেস্ট না খেলে সীমিত ওভারের ক্রিকেটে শততম ম্যাচ খেলে ফেললেন পোলার্ড !
কলকাতা টাইমসঃ
শুক্রবার ইডেনে এক বিরল রেকর্ড গড়ে ফেললেন ওয়েস্ট উইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। ইডেন গার্ডেন্সের ম্যাচটি পোলার্ডের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের শততম ম্যাচ। বহু আগেই নিজের শততম ওয়ান ডে ম্যাচ খেলে ফেলেছেন পোলার্ড। সুতরাং, সীমিত ওভারের দুই ফরম্যাটেই তার ১০০টি করে ম্যাচ খেলা হয়ে গেল।
আশ্চর্যজনক হলো, পোলার্ড কোনওদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ম্যাচ খেললেনি। তিনিই একমাত্র ক্রিকেটার যে সীমিত ওভারের দুই ফরম্যাটে ১০০ বা তার বেশি ম্যাচ খেললেও একটিও টেস্ট ম্যাচ খেলননি।পোলার্ডকে টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে গণ্য করা হয়। তাই জাতীয় দলের হয়ে তার শততম টি-টোয়েন্টিকে স্মরণীয় করে রাখতে ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষ থেকে ম্যাচের আগে তাকে ১০০ লেখা এক বিশেষ জার্সি উপহার দেওয়া হয়।