সদ্য বিয়ে করা স্বামীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করলেন পুনম পান্ডে!

কলকাতা টাইমসঃ
সদ্য বিয়ে করা স্বামীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করলেন পুনম পান্ডে! বলিউডের বিতর্কত এই মডেলের এমন কর্মকান্ডে হতচকিত বিনোদন জগৎ। জানা যাচ্ছে, গোয়াতে একটি শুটিংয়ের কাজে গিয়েছিলেন পুনম। সেখানেই স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান তিনি।পুনমের সদ্য বিবাহিত স্বামী স্যাম বোম্বেকে এরপরই গোয়া পুলিশ গ্রেফতার করে বলে জানা যাচ্ছে।
গত জুলাই মাসে বাগদানের পর সম্প্রতি পুনম পান্ডে বিয়েটা সেরে ফেলেন দীর্ঘদিনের প্রেমিক স্যামের সঙ্গে। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে পুমন জানান, সাত জনমের বন্ধন। যুগলের মধুচন্দ্রিমার ভিডিও ‘সেরা অভিজ্ঞতা’ বলে শেয়ার করেন তিনি। সেই মধুচন্দ্রিমার রেশ না কাটতেই স্যামকে অবলীলায় গ্রেপ্তার করিয়ে দিলেন পুনম!